সুলাইমান সাদী : ছবি আঁকা নিছকই মানবিক একটি বিশেষ গুণ। সৃজনশীল এ কাজটি যে কোনো মানুষের পক্ষেও সহজ বিষয় নয়। কিন্ত এমন সৃজনশীল কাজেও যদি পশুরা অংশ নেয়?
অবাক হওয়ার কিছু নেই। সত্যি সত্যিই সম্প্রতি জাপানের জুলু জ্যাকল পার্কে একটি হাতিকে ছবি আঁকার ক্যানভাসে শুঁড়ের সাহায্যে রঙ ছিটাতে ছিটাতে নান্দনিক ছবি আঁকতে দেখা গেছে ।
হাতিটি শুধু ছবিই আঁকে না, ক্যানভাসে এমনভাবে রঙ ছড়িয়ে দেয় যেন কোনো অভিজ্ঞ শিল্পী তার কারিশ্মা ফলাচ্ছে।
চিড়িয়াখানাটিতে হাতিকে এমন অকল্পনীয় ছবি আঁকতে দেখে ব্যবস্থাপকরা যেমন আনন্দিত, ঘুরতে আসা দর্শনার্থীদেরও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আশ্চর্য হাতিটি।হাতির এমন অভাবনীয় ক্ষমতার প্রশংসাও করছেন আগ্রহী দর্শনার্থীরা।
সূত্র : রোজনামা জঙ্গ
এসএস