রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪১তম কেন্দ্রীয় পরীক্ষার (১৪৩৯ হিজরি, ২০১৮ইং) ফল বুধবার (৬ মে) প্রকাশিত হবে। বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকাল ১০ টায় বেফাকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর অধীনে ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা গত ১৫ এপ্রিল ২০১৮ থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল শেষ হয়। সারাদেশ থেকে হিফজ ও কেরাতসহ মোট ৬টি স্তরে প্রায় ১ লক্ষ্য ২০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।
ফল জানার উপায় : বুধবার বেলা ১২ টার পর থেকে পরীক্ষার্থীর রোল নম্বর ও মারহালা দিয়ে বেফাকের ওয়েব সাইটে ফলাফল দেখা যাবে।
অনলাইনে ফল পেতে ভিজিট করুন - http://wifaqresult.com
আরো পড়ুন- হাইআতুল উলইয়ার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ শাওয়াল