হাওলাদার জহিরুল ইসলাম: বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ১৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে৷ আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর রামপুরার ডিআইটি রোডস্থ বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয়ে এ ফল প্রকাশ করা হয়৷
এর আগে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জামিয়া কারিমিয়া রামপুরা মাদরাসার মুহাদ্দিস মুফতি হেমায়েতুল্লাহ কাসেমি বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজির হাতে ফলাফল তুুলে দেন। এসময় রামপুরা কারিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মকবুল আহমদসহ কুরআন শিক্ষাবোর্ডের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমি আওয়ার ইসলামকে জানান, গত ১৮ রজব মোতাবেক ১৫ এপ্রিল কুরআন শিক্ষাবোর্ডের অধীনে পুরুষ মহিলা শাখার ৬টি স্তরের পরীক্ষা শুরু হয়ে ৫ শাবান, ২২ এপ্রিল পরীক্ষা গ্রহণ শেষ হয়।
এবারের মোট পাসের হার ৯৩.৩৫, কিরাতুর কুরআন খাস বিভাগ ৯৯.৩৬, কিরাতুল কুরআন দ্বিতীয় শ্রেণি ৯৪.১৪, ইবতেদাইয়্যাহ ৮২. ৯৫, মিজান জামাত ৯২.৫৫ এবং কাফিয়া/কুদুরি জামাত ৮০. ৩৬ শতাংশ। ১৬তম কেন্দ্রীয় পরীক্ষায় মোট ১৯৫০ জন মুমতাজ( A+) পেয়েছেন।
মুফতি হেমায়েতুল্লাহ কাসেমি আরো জানান, গত বছরের তুলনায় এ বছর কুরআন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫১১৭ জন।
পরীক্ষার ফলাফল নিতে সকাল থেকেই বিভিন্ন মাদরাসার দায়িত্বশীলদের কেন্দ্রে অবস্থান করতে দেখা যায়। সংক্ষিপ্ত ফলাফল ঘোষণার পর সব মাদরাসার উপস্থিত দায়িত্বশীলদে হাতে নম্বরপত্র তুলে দেয়া হয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল বিষয়ে কোন মাদরসার কারো অভিযোগ থাকলে নিয়মতান্ত্রিকভাবে তা কেন্দ্রকে জানালে তা সংশোধন করে দেয়া হবে।
ফলাফল ঘোষণা শেষে সংক্ষিপ্ত ভাষণে বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজি বলেন, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে সারা দেশব্যাপী কুরআন সুন্নাহর সঠিক দীক্ষা ছড়িয়ে দিতে কাজ করে অাসছে। এর অধীনে দেশজুড়ে কয়েক হাজার সাবাহি মকতব চালু হয়েছে।
অসংখ্য কিন্ডারগার্টেন ইবতেদাইয়্যাহ মাদরাসা, হিফজ মাদরাসা, দাওরা হাদিসা মাদরাসা, মহিলা মাদরাসা প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। কুরআন শিক্ষাবোর্ডের পড়ালেখার আরো মান উন্নয়নে উপস্থিত শিক্ষক, দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি। সবাইকে দীনের খাদেম হয়ে নিষ্ঠার সাথে কাজ করার প্রতিও গুরুত্বারোপ করেন।
সবশেষে দোয়ার মাধ্যমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, অভিভাবক, শিক্ষার্থীরা ১৬তম কেন্দ্রীয় পরীক্ষার যাবতীয় ফলাফল কুরআন শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।