ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক ১ম বর্ষ
(অনিয়মিত), ২য় বর্ষ ও ৩য় বর্ষের পরীক্ষা-২০১৬ এর ফলপ্রকাশিত হয়েছে।
বরিবার ২৭ মে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভিসি প্রফেসর ড. মো.
হারুন-উর-রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এ ফলপ্রকাশ করেন। এবছর ফাজিল স্নাতক ১ম বর্ষ (অনিয়মিত) পরীক্ষায় ২ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ২ হাজার ১০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
ফাযিল স্নাতক ২য় বর্ষের পরীক্ষায় ৫০ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৪৪ হাজার ১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। ফাযিল স্নাতক ৩য় বর্ষের পরীক্ষায় ৩৮ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৩৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
ফলপ্রকাশ সম্পকির্ত যেকোনো তথ্য ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট দেশের মোট ২৯২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে ৭ নভেম্বর পর্যন্ত।
সাদিকুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
এইচজে