রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রধানমন্ত্রীকে কওমি ছাত্র শিক্ষক পরিষদের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমি ছাত্র শিক্ষক পরিষদের সমন্বয়ক মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নেতৃত্বে ভারতের দারুল উলুম দেওবন্দে বৈধভাবে পড়ার দাবিতে পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

রোববার বেলা ১২টায় তারা প্রধানমন্ত্রীর কার্যায়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

২৭ মে প্রেস ক্লাব থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা স্মারকলিপি জমা দেন।

এ বিষয়ে পরিষদের সমন্বয়ক  ‍মুফতি শামসুদ্দোহাকে আওয়ার ইসলামকে বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে বেলা ১২টায় স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশ আমাদের পাঁচ সদস্যকে ভেতরে ঢুকার অনুমতি দেন।

কওমি স্বীকৃতি নিয়ে কী ভাবছেন আলিয়ার ছাত্র-শিক্ষক

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে ‘কওমি ছাত্র শিক্ষক পরিষদের নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কওমি ছাত্র শিক্ষক পরিষদের সমন্বয়ক মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসাইন রাযী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতি জাবের কাসেমী,  মাওলানা রুহুল অামিন সাদী, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাওলানা ওয়ালীউল্লাহ অারমান,  মাওলানা ফজলুর রহমান, মুফতি শামসুদ্দোহা অাশরাফী, মুফতি রিজওয়ান রফিকী প্রমুখ।

আরো পড়ুন- রোজাদারদের জন্য আদর্শ খাবার; কিছু জরুরি পরামর্শ

 


সম্পর্কিত খবর