আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন অনুষ্ঠিত ফাযিল (ডিগ্রি) প্রথম (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার (২০১৬) ফল রোববার প্রকাশিত হবে।
এবছর ফাজিল প্রথম বর্ষে (অনিয়মিত) ২ হাজার ৮৪৭ জন, দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯০৩ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে ফল প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.iu.ac.bd) এ ফল প্রকাশ করা হবে।
আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়