আবদুল্লাহ তামিম: ইন্দোনেশিয়ার টঙ্গারগ শহরে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রিন্ট করা হয়েছে।
ইন্দোনেশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিয়ন সার্ভিস ব্রেইল কুরআন এসোসিয়েশন সেদেশের টঙ্গারগ শহরে ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের পাণ্ডুলিপির প্রিন্টের কাজ শুরু করেছে।
এই এসোসিয়েশন ঘোষণা করেছে, দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন শিক্ষা সহজতর করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
ব্রেইল বর্ণমালায় প্রিন্টকৃত পবিত্র কুরআনের পাণ্ডুলিপিগুলো দৃষ্টি প্রতিবন্ধীরা সদরে গ্রহণ করছে।
আরো পড়ুন- একজন রোজাদার যেন একজন সৈনিক!