আওয়ার ইসলাম: চলন্ত বাসে এবার লাঞ্ছিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। আর এর প্রতিবাদে চারটি বাস আটক করা হয়েছে।
রোববার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ট্রাস্ট পরিবহন নামের বাসগুলো আটক করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ মে) বিকাল পাঁচটার সময়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের এক নারী হয়রানির শিকার হন।
ট্রাস্ট পরিবহন নামের বাসের চালকের সহকারী প্রথমে ওই শিক্ষার্থীকে যৌন হেনস্থার চেষ্টা করে। এমনকি তার সাথে সাথে অশালীন আচরণ করে।
এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ইভটিজিং করেছে বলে চারটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
হিফেজের পাশাপাশি English Version সিলেবাসের মাদরাসা
-আরআর