সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে ‘কুরআন পার্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসলামের পবিত্র গ্রন্থসমূহে উল্লিখিত বিভিন্ন উদ্ভিদ ও অলৌকিক ঘটনা দর্শনার্থীদের সম্মুখে তুলে ধরতে মরুর দেশ দুবাইয়ে নির্মিতব্য ‘কোরআন পার্ক’টি খুব  উন্মুক্ত করা হচ্ছে।

পার্কটি দুবাইয়ের ‘আল খাওয়ানিজ’ এলাকায় নির্মিত হয়েছে। যদিও পার্কটি উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করা হয় নি।

দুবাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পার্কটিতে প্রবেশে থাকছে না কোনও টিকিটের ব্যবস্থা। বিনামূল্যে দর্শনার্থীরা এটির অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন।

দুবাই মিউনিসিপ্যালিটির মহাপরিচালক দাউদ আবদুল রহমান আল হাজি ‘গাল্ফ নিউজ’কে বলেন, ‘প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল কাচের হাউস। এটির অভ্যন্তরে রয়েছে কোরআন ও হাদিসে বর্ণিত উদ্ভিদসমূহ। এসব উদ্ভিদ বিশেষ তাপমাত্রা এবং পরিবেশগত বিশেষ নির্ণায়ক যন্ত্রের অধীনে বেড়ে ওঠবে। পাশাপাশি এতে কোরআনে উল্লিখিত বিভিন্ন ভেষজ উদ্ভিদও স্থান পেয়েছে।’

অলৌকিক গুহা সর্বশেষ আধুনিক মিথস্ক্রিয় কৌশলগুলির সঙ্গে কোরআনে বর্ণিত সাতটি অলৌকিক ঘটনাকে প্রদর্শিত করে।

শিগগিরই খুলে দেয়া হচ্ছে দুবাইয়ের ‘কোরআন পার্ক’

আল হাজির বলেন, ‘এই পার্কে কোরআন ও হাদিসে উল্লেখিত উদ্ভিদের ১২টি বাগান রয়েছে। এসব উদ্ভিদের মধ্যে আছে কলা, ডালিম, আখরোট, বাঙ্গি, আঙ্গুর, ডুমুর, রসুন, তরমুজ, পেঁয়াজ, ভুট্টা, গম, মটরশুটি, আদা, অম্ল, তুঁত, কুমড়া, দারুচিনিসহ এর বৈজ্ঞানিক ও ঔষধি উপকারিতা এবং ব্যবহার।’

তিনি আরও বলেন, ‘পার্কটি সৌর প্যানেল, ওয়াই-ফাই সিস্টেম, ফোনের চার্জিং স্টেশন এবং দর্শকদের জন্য ছায়াযুক্ত আসন থাকবে।’

সূত্র: খালিজ টাইমস

আরো পড়ুন- রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ