মাহমুদুল হাসান: বিশ্বে সবচেয়ে ধনী দেশ কোনটি—এককথায় এ প্রশ্নটির উত্তর দেওয়া কঠিন। অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করে, যে দেশের মাথাপিছু জাতীয় আয় (জিডিপি পার ক্যাপিটা) যত বেশি সে দেশ তত বেশি ধনী। মাথাপিছু আয় বেশি হলে ধরে নেওয়া হয় একটি দেশের নাগরিকেরা তাদের জীবন চালানোর প্রয়োজনীয় সব চাহিদা নিজেরাই পূরণ করতে সক্ষম। যদিও উন্নয়নের এই তত্ত্বের এখন আর তেমন গ্রহণযোগ্যতা নেই। তারপরও মাথাপিছু আয় ধরে এখনো অনেক কিছু বিবেচনা করা হচ্ছে। উচ্চ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের একটি তালিকা তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ইটসজিআরনাইন। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে
১. কাতার
কাতার,মাথাপিছু জিডিপি ১ লাখ ৪৬ হাজার ১১ ডলার। সূত্র : বিজনেস ইনসাইডার
২. লুক্সেমবার্গ,
লুক্সেমবার্গ, মাথাপিছু জিডিপি ৯৪ হাজার ১৬৭ ডলার।
৩. সিঙ্গাপুর,
সিঙ্গাপুর, মাথাপিছু জিডিপি ৮৪ হাজার ৮২১ ডলার।
৪. ব্রুনাই,
ব্রুনাই, মাথাপিছু জিডিপি ৮০ হাজার ৩৩৫ ডলার।
৫. কুয়েত,
কুয়েত, মাথাপিছু জিডিপি ৭১ হাজার ৬০০ ডলার।
৬. নরওয়ে,
নরওয়ে, মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬১৯ ডলার।
৭. ইউনাইটেড আরব আমিরাতস,
ইউনাইটেড আরব আমিরাতস, মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ২০১ ডলার।
৮. হংকং,
হংকং, মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৬৭৬ ডলার।
৯. আমেরিকা,
আমেরিকা, মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৪৫ ডলার।
১০. সুইজারল্যান্ড,
সুইজারল্যান্ড, মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ৮১৫ ডলার।
১১. সৌদি আরব,
সৌদি আরব, মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ২৫৩ ডলার।
১২. বাহরাইন,
বাহরাইন, মাথাপিছু জিডিপি ৫২ হাজার ৮৩০ ডলার।
১৩. দ্য নেদারল্যান্ডস,
দ্য নেদারল্যান্ডস, মাথাপিছু জিডিপি ৪৮ হাজার ৭৯৭ ডলার।
১৪. আয়ারল্যান্ড,
আয়ারল্যান্ড, মাথাপিছু জিডিপি ৪৮ হাজার ৭৮৬ ডলার।
১৫. অস্ট্রেলিয়া,
অস্ট্রেলিয়া, মাথাপিছু জিডিপি ৪৮ হাজার ২৮৮ ডলার।