আওয়ার ইসলাম : আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি সম্মেলন আগামী ১০ মে বৃহস্পতিবার। মুগদায় আওয়ার ইসলামের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ সম্মেলন।
সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা, মাদরাসা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনটি।
বৃহস্পতিবার দিনব্যাপি আয়োজনের অংশ হিসেবে থাকছে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ূন আইয়ুব এর সঙ্গে প্রতিনিধিদের মত বিনিময়সহ সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ পর্ব।
'সাংবাদিকতার হাতেখড়ি' বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম রেজা। 'রিপোর্টিং ও বানান বিভ্রাট' বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন বিশিষ্ট ভাষাবিদ আইয়ুব বিন মঈন।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিনিধি সম্মেলন প্রসঙ্গে সম্পাদক হুমায়ূন আইয়ুব বলেন, আওয়ার ইসলাম সারাদেশের প্রতিনিধিদের মেধা মনন এবং শ্রমের একটি সম্মিলন। আওয়ার ইসলামের উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধির পেছনে আমাদের প্রতিটি প্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
‘কোন প্রতিষ্ঠানই তার প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া অগ্রসর হতে পারে না। আর সে জন্যই প্রতিনিধিদের আরো যোগ্য ও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণের আয়োজন করেছি ।’
তিনি আরো বলেন, "এটি শুধু একটি সম্মেলনই নয় বরং এখানে তাদেরকে হাতে কলমে সংবাদ, সাংবাদিকতা এবং এর গুরুত্বপূর্ণ নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং বিশেষভাবে বর্তমান প্রেক্ষাপটে সংবাদমাধ্যমকে সমৃদ্ধ করার জন্য গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়ে মৌলিক ধারণা দেয়া হবে।
‘এতে আমাদের জেলা-উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন এবং নিজেদেরকে সমৃদ্ধ করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় পাবেন বলে আশা করছি।"
এছাড়াও সম্মেলনে প্রতিনিধিদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য রাখবেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।
অনুষ্ঠান বিষয়ক যাবতীয় যোগাযোগের ও অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আওয়ার ইসলামের বিশেষ প্রতিবেদক বশির ইবনে জাফরকে সমন্বয়ক করে গঠন করা হয়েছে 'অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি।'
আরো পড়ুন : আওয়ার ইসলামের স্বার্থকতা, একদিনে আওয়ার ইসলাম পড়লেন ৪ লাখ ১৭ হাজার পাঠক
এসএস