আবদুল্লাহ তামিম: ভারতে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় ভাগাড়ের মরা পশুর মাংস বিক্রি নিয়ে আতঙ্কে আছে মানুষ। পুলিশ সন্দেহ ভাজন গ্রেফতার করেছে ১০জন।
এসব গোশত হোটেল, রেস্তোরাঁয় বিক্রিকারী একটি চক্র ধরা পড়ার পর থেকে কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে এমন দেখা দিয়েছে আতঙ্ক ।
ভাগাড়ে পড়ে থাকা মরা মুরগি খাসি, গরু, মোষের পচা মাংস কেটে ধুয়ে-মুছে পরিষ্কার করে প্যাকেটে করে বিক্রি হচ্ছে।
রাস্তার কিছু কাবাব-রোলের দোকান থেকে শুরু করে ছোটখাট রেস্তোরাঁসহ নানা জায়গায় মরা পশুর মাংস দিয়ে খাবার রান্না করা হচ্ছে বলে তীব্র সন্দেহ দেখা দিয়েছে জনমনে।
পুলিশ এর সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে ও আরো অনেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।
এ ঘটনার পর হোটেল, রেস্তরাঁয় মাংস বিক্রিতেও প্রভাব পড়েছে। কলকাতায় বিরিয়ানি, কাবাব ও কাবাব-রোলের দোকানগুলোতে আর যাচ্ছেন না সচেতন লোকজন।
গত শুক্রবারই কলকাতার রাজাবাজারের একটি কোল্ড স্টোরেজ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ২০ টন মৃত পশুর মাংস।
গত ১৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা জেলায় স্থানীয়রা ভাগাড় থেকে বেরিয়ে আসা একটি ট্যাক্সি আটকায়। সে সময় মরা পশুর পচা মাংসের সন্ধান পেয়ে তারা গাড়িতে থাকা লোকজনকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ আটক করে তাদের।
এরপরই পুলিশ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র কলকাতার আশপাশে কয়েকটি ভাগাড় থেকে মরা পশুর মাংস সংগ্রহ করে বিক্রি করে আসছে। এ বিষয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কোটেশ্বর রাও বলেছেন, বড় কিছু রেস্তোরাঁ ব্র্যান্ডেও এই মাংস যায় বলে প্রসাশন ধারণা করছেন।
আরো পড়ুন- নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২৪