সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারত জুড়ে বিস্ময়, হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা মসজিদ বানালেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাঞ্জাবের মাম গ্রাম। সাম্প্রদায়িক সম্প্রীতির থেকে এ কাজ করেছে হিন্দু ও শিখ গ্রামবাসীরা।

মাম গ্রামে একটি মন্দির নির্মাণে কাজ করছিলেন এক মুসলিম শ্রমিক নাজিম খান নামের । মন্দির থাকলেও কাছাকাছি কোনো মসজিদ না থাকায় হিন্দু ও শিখরা মিলে সিদ্ধান্ত নেয় তারা মসজিদ বানিয়ে দিবে।

যদিও ওই গ্রামে মুসলিম রয়েছেন প্রায় ৪০০ পরিবার। আর্থিক অনটনের কারণে চাঁদা তুলেও মসজিদ বানানো সম্ভব হচ্ছিল না অনেক দিন ধরে।

তাই যে মন্দিরে কাজ করছিলেন নাজিম, সেই মন্দির কমিটির কাছে অনুরোধ করেছিলেন মসজিদ বানাতে সাহায্য করার জন্য। সপ্তাহখানেকের মধ্যেই মন্দির কর্তৃপক্ষ মসজিদের জন্য জমি দান করে।

আর  মসজিদ নির্মাণে আর্থিক সাহায্যে এগিয়ে আসেন শিখরা। নাজিম বলছেন, ‘‌আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম।

দু’‌মাসের চেষ্টায় বানানো হয় মাম গ্রামের মসজিদটি। পাঞ্জাবের লোকেদের মুখে মুখে এখন মসজিদ বানাতে হিন্দুদের জমি আর শিখদের অর্থ দেয়া নিয়ে কথা হচ্ছে। কোনো সম্প্রদায়ের কারও কোনো ক্ষোভ নেই। গ্রামে মসজিদের পাশে রয়েছে হিন্দুদের মন্দির আর শিখদের গুরুদ্বার।

আরো পড়ুন- নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২৪


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ