তামিম আহমেদ: ইমরান খান নতুন পাকিস্তান গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে রোববার ১১ দফা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন।এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, নীতিমালা, পরিবেশ ও পর্যটন খাত সংস্কার ইস্যু।
পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএলএন)-র শক্তিশালী ঘাঁটি লাহোরের মিনার-ই-পাকিস্তানে এক জনসভায় ইমরান খান বলেন, ‘আমরা নিজেরা যদি আমাদের দেশের জন্য না দাঁড়াই তাহলে কেউ আমাদের সাহায্য করবে না। আমাদেরকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং নিপীড়িত, নিরক্ষর ও বঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই আল্লাহ আমাদের সহায় হবেন।’
ইমরান খান ছাড়াও জনসভায় পিটিআই দলের নেতা মুরাদ সাঈদ, শাহ মেহমুদ কোরেশী এবং আরিফ আলভি বক্তৃতা করেন।
পিটিআই প্রধান পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে বলেন, প্রত্যেকেই নিজেদের জিজ্ঞাসা করুন কেন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘এ দেশ প্রতিষ্ঠা করার প্রয়োজন কেন হয়েছিল, আজ আমি আপনাদের বলতে চাই কায়েদে আজম প্রথমে হিন্দু-মুসলমানদের একসঙ্গে বাস করার কথা ভাবলেও পরে কেন তিনি আলাদা রাষ্ট্র পাকিস্তানের কথা বলেছিলেন।’
তিনি বলেন, ‘কায়েদে আজম আলাদা রাষ্ট্রের কথা ভেবেছেন, কারণ কংগ্রেস মুসলমানদের সমান অধিকার দিতে চাননি। তারা হিন্দু রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’কায়েদে আজম দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছিলেন ভারতে মুসলমানেরা সমান অধিকার নিয়ে বাস করতে পারবে না।
তিনি বলেন, ‘ভারতে মুসলমানেরা ছিল সংখ্যালঘু। মদিনা সনদ অনুসারেই পাকিস্তানে হিন্দু, শিখ এবং মুসলমানেরা একসঙ্গে সমান অধিকার নিয়ে বাস করছে।’
ইমরান বলেছেন, মুসলমানেরা ন্যায়পরায়ণ নীতির অনুসারী। এই নীতিতেই মুসলমানেরা শতাব্দীর পর শতাব্দী বিশ্ব শাসন করেছে।
টিএ/আরো পড়ুন- সৌদি আরবের জিজানে ৮টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ