শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন শিখ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানে শিখদের তীর্থস্থান পরিদর্শনে গিয়ে ইসলামে ধর্মান্তরিত হয়ে লাহোরের একজন যুবককে বিয়ে করেছেন ভারতের পাঞ্জাবের শিখ ধর্মের একজন নারী তীর্থযাত্রী

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট বলা হয়েছে, ইসলামে ধর্মান্তরিত ওই নারীর নাম কিরন বালা। তার বাবার নাম মনোহর লাল। ১৬ এপ্রিল তারিখে লাহোরে একটি ধর্মীয় অনুষ্ঠানে ইসলাম গ্রহণের পর মোহাম্মদ আজমকে বিয়ে করেন।

খবরে বলা হয়, ভারতে ফিরতে হত্যার হুমকি থাকায় কিরন বালা তার ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছেন। ভারতীয় পাসপোর্টে কিরন বালা পাকিস্তান যান। তার ভিসার মেয়াদ ২১ এপ্রিল তারিখে শেষ হবে।

কিরণের দাদা তারসেম সিং বৃহস্পতিবার অভিযোগ করেন, তার নাতনি পাকিস্তানি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর হাতে পড়ে থাকতে পারে এবং সেখানে তাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করে পুনর্বিবাহে বাধ্য করতে পারে।

টারসেম সিং এএনআই'কে বলেন, ‘আমার নাতনি আমাকে ফোন দিয়েছিল এবং বলেছে যে সে ইসলাম গ্রহণ করেছে এবং পাকিস্তানে পুনরায় বিয়ে করেছেন।’

তিনি আরো বলেন, ‘তাকে এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি। আমি সন্দেহ করছি যে সে হয়তো আইএসআইয়ের হাতে পড়ে থাকতে পারেন।’

পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১৬ এপ্রিল তারিখে লাহোরের দারুল আলম জামিয়া নামেয়া থেকে কিরন ইসলাম গ্রহণ করেন এবং পরে লাহোরের হানজারওয়াল মোলতান রোডের বাসিন্দা মোহাম্মদ আজমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এএনআই-এর খবর অনুযায়ী, তিনি তার নাম পরিবর্তন করে আমনা বিবি রেখেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির সাক্ষরে তিনি এই নাম ব্যবহার করেছেন বলে রির্পোটে বলা হয়।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ওই চিঠিতে কিরন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিম্নে সাক্ষরকারী ব্যক্তি ভারতে ফিরে যেতে পারছে না এবং কারণ ইতোমধ্যে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। অতএব, নিম্ন স্বাক্ষরকারী তার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করছে।’

১৩ এপ্রিল বৈশাখ উপলক্ষে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্ম স্থান লাহোরের পাঞ্জা সাহেব গুরুদুয়ারা এবং নানকানা সাহেবের গুরুদুয়ারা পরিদর্শন করার জন্য প্রায় ১৭০০ ভারতীয় শিখ পাকিস্তানে গিয়েছেন।

তিন সন্তানের জননী কিরণ বালা (৩১) একজন বিধবা। তিনি চাঁদগাছা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাঞ্জাবের সাব-ডিভিশনের গৌরশঙ্কর গ্রামে তার দাদীর সঙ্গে বাস করেন। তার সন্তানেরা বর্তমানে তাদের বৃদ্ধ দাদা-দাদীর সঙ্গে থাকছেন। তাদের বাবা ২০১৩ সালে মারা যান।

অারো পড়ুন- সিরিয়ার রাকায় গণকবরে ২শ’টি লাশ পাওয়া গেছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ