সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মোসাদের গুপ্তহত্যার শিকার ফিলিস্তিনি আলেম-বুদ্ধিজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : মালয়েশিয়ায় বসবাসরত একজন ফিলিস্তিনি আলেম-বুদ্ধিজীবীকে আততায়ীরা গুলি করে হত্যা করেছে। নিহতের পরিবারের দাবি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ এ হত্যাকাণ্ডের জন্য দায়ী।

আজ শনিবার কুয়ালালামপুরের একটি মসজিদ থেকে ফেরার সময় তাকে দুজন আততায়ী গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সাথে সাথে মারা যান।

নিহত বুদ্ধিজীবীর নাম ফাদি আল বাতস (৩৫)। তিনি হামাসের একাডেমিক কমিটির সদস্য ছিলেন।

আল বাতসের বাবা তার ছেলেকে মোসাদ হত্যা করেছে বলেই দাবি করেছেন। তিনি মালয়েশিয়ান সরকারের কাছে এ গুপ্তহত্যার দ্রুত বিচার চেয়েছেন।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন ইউরোপিয়ান বলে আমাদের বিশ্বাস। যিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত।

মালয়েশিয়ান পুলিশ প্রধান দাতুক সেরি মানসুর লাজিম বলেন, দুই আক্রমণকারী আল বাতস-এর বাড়ির সামনে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেন। তারা কমপক্ষে ১০ বুলেট নিক্ষেপ করে এবং ৪ তার শরীর ভেদ করে। তার শরীরে ও মাথায় গুলি বিদ্ধ হয়।

আর নয় ঘাড় ব্যথা; এলো হিজামা (কাপিং থেরাপি)

হামাসের মুখপাত্র হাজেম কাসেম ফাদি আল বাতসকে তাদের সদস্য হিসেবে স্বীকার করে নিয়েছেন।

মালয়েশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আনওয়ার আল আগা বলেন, নিহত ব্যক্তি তার মসজিদের দ্বিতীয় ইমাম ছিলেন। তিনি মসজিদে ১০ বছর যাবত মালয়েশিয়ায় বসবাস করছেন।

আল জাজিরা থেকে আবরার আবদুল্লাহর অনুবাদ

-আরআর

মুন্সিগঞ্জের এক খতমে বুখারি অনুষ্ঠানের ছবি নিয়ে সরগরম ফেসবুক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ