আওয়ার ইসলাম : ঢাকার যাত্রাবাড়িতে মেইন রোডের পাশে পড়ে থাকা ট্রলিব্যাগে তরুণীর কাটা দেহ পাওয়া যাওয়ার ঘটনাটি গত ১১ এপ্রিলের। কোনো ক্লু পাওয়া না যাওয়ায় পুলিশ বাদি হয়ে করা মামলার তদন্তে এখনো কোনো উন্নতিও হয়নি।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ওই তরুণীর দেহের উপরের অংশ পাওয়া যায়নি। কোনো পোশাকও ছিল না। কেউ থানায় এসেও অভিযোগও করেনি। তাই কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।
যে স্থানে ব্যাগটি পাওয়া গিয়েছিল, ওই এলাকার বাসিন্দা ফারুক নামে একজন বলেন, সম্ভবত নিহত নারী অন্য কোনো এলাকার। হত্যার পর ব্যাগে ভরে কোনো গাড়িতে এনে লাশের খণ্ডাংশ এখানে রেখে যায়।
তিনি বলেন, সেদিন সড়কের পাশে একটি বড় ব্যাগ দেখে মানুষ জড়ো হয়। একজন কৌতূহলবশত ব্যাগের চেইন খুলতেই মৃতদেহ দেখতে পায়।
ফারুক বলেন, যে ব্যাগটি ছিল, তা ভ্রমণের সময় ব্যবহার করা হয়। এই ধরনের ব্যাগ বহন করলে কারও সন্দেহ হওয়ার কথা নয়।
ব্যাগটি কুতুবখালী রাস্তার দক্ষিণপাশে ছিল। এখানে সিলেট, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা বাস থেকে মানুষ নামে।
এ থেকে ফারুকের ধারণা, অন্য কোথাও হত্যার পর লাশের খণ্ডাংশ মহাসড়কের পাশে এনে ফেলা হয়।
তদন্ত না এগোলেও পুলিশ ‘বসে নেই’ দাবি করে পরিদর্শক তোফায়েল বলেন, প্রতিদিন ফলোআপ করছি- দেহের বাকি অংশ দেশের কোথাও পাওয়া গেল কি না। সারা দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে মেসেজ দেওয়া হয়েছে।
এসএস
আরো পড়ুন : অবশেষে মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা করলো রাশিয়ার ক্রিমিয়া এয়ারপোর্ট