আওয়ার ইসলাম: লন্ডনে পূর্ব নির্ধারিত সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে।
কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে লন্ডনের ন্যানক্যাস্টার হাউজে দ্বিপক্ষীয় এ বৈঠক করেছেন তারা।
তাদের বৈঠক বিষয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বিভিন্ন ইস্যু ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পেয়েছে আলোচনায়।
বিশেষ করে রোহিঙ্গা সঙ্কট বিষয়ে ভারতের আগের অবস্থানে অনেক পরিবর্তন এসেছে বলে জানান তিনি।
এছাড়া আগামী মে মাসের শেষে ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
-আরআর
রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিলেন অনন্ত জলিল