সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

দুই সিটি নির্বাচন নিয়ে ২০ দলের কমিটিতে নেই জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে সমন্বয় কাজের জন্য দুটি কমিটি করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তবে এতে রাখা হয়নি জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি। খবর বিডিনিউজ

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বৈঠকে বসেন জোটের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন বৈঠকে। তবে বৈঠকে জাতায়াতের কোনো নেতা উপস্থিত ছিলেন না।

গাজীপুরে জোটের নির্বাচন পরিচালনার সমন্বয়ক হয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সদস্য সচিব এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম।

খুলনায় সমন্বয়ক হয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ; সদস্য সচিব এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর হোসেন ঈসা।

বৈঠকে জোট নেতাদের মধ্যে ছিলেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম, জাগপার রেহানা প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, লেবার পার্টি একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, অন্য অংশের এমদাদুল হক চৌধুরী, ডিএল‘র সাইফুদ্দিন মনি, এনডিপির মনজুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মুহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন।

আগামী ১৫ মে অনুষ্ঠেয় দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করবেন গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জু।

দুই সিটিতে নির্বাচন করবেন ৫ আলেম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ