সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মক্কা মসজিদ হামলায় জড়িত সন্ত্রাসীরা নাথুরাম গডসের অবৈধ সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার ভারতের হায়দ্রাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় জড়িত সন্ত্রাসীরা ‘নাথুরাম গডসের অবৈধ সন্তান’ বলে মন্তব্য করেছেন মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।

নবভারত টাইমসে প্রকাশ, মক্কা মসজিদে বোমা হামলায় অভিযুক্তরা খালাস পাওয়ায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-এর ভূমিকারও সমালোচনা করেছেন ওয়াইসি।

তেলেঙ্গানার সাইদাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ওয়াইসি বলেন, ‘যারা মক্কা মসজিদ, আজমীর শরীফ ও সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটিয়েছিল, তারা নাথুরাম গডসের অবৈধ সন্তান।’

প্রসঙ্গত, নাথুরাম গডসে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ভারতের জাতির জনক গান্ধীকে গুলি করে হত্যা করেছিল।

সম্প্রতি মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় হায়দ্রাবাদের বিশেষ এনআইএ আদালতে অভিযুক্তরা খালাস পাওয়ায় আসাদউদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে ক্ষতিগ্রস্তদের পরিবর্তে অভিযুক্তদের পক্ষ নেয়ার অভিযোগ করেন।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এই প্রথম এ ধরণের সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যাদের জীবন চলে গিয়েছিল, তাদের পরিবর্তে যারা অভিযুক্ত তাদের প্রতি বিশ্বস্ততা প্রকাশ করেছে।

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার তদন্তকারী সংস্থা এনএইএ কটাক্ষ করে ওয়াইসি ‘এনআইএ’কে খাঁচায় পোরা তোতাপাখি বলাসহ তাদেরকে অন্ধ ও বধির বলেও মন্তব্য করেন। বিজেপি’র কথাতেই তারা অভিযুক্তদের প্রতি নরম মনোভাব দেখিয়েছে বলেও আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করেন।

তিনি ওই মামলার পুনরায় তদন্ত করার দাবিতে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার গভর্নরের সঙ্গে খুব শিগগিরি সাক্ষাৎ করে এ সংক্রান্ত তথ্য তুলে ধরবেন বলে জানান। এর পাশাপাশি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যদি এনআইএ-র বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে চায় তাহলে তাদের আইনি সহায়তা দেয়ার ঘোষণা করেছেন।

১১ বছর আগে হায়দ্রাবাদের প্রসিদ্ধ মক্কা মসজিদে হওয়া শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় স্বামী অসীমানন্দ-সহ সমস্ত অভিযুক্তদের সম্প্রতি বেকসুর খালাস করে দেয়া হয়। ২০০৭ সালের ১৮ মে জুমা নামাজের সময় মক্কা মসজিদে হওয়া বিস্ফোরণে ৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছিলেন।

পার্সটুডে/এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ