মুজাহিদুল ইসলাম: তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, অপারেশন অলিভ ব্রাঞ্চ ও অপারেশন ইউফ্রেটিস শিল্ডের মাধ্যমে সিরিয়ার যে সকল অঞ্চল ইতোমধ্যে নিরাপদ হয়েছে, তা গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয়।
তিনি আরো বলেন, তার দেশ সিরিয়ার সাথে থাকা দেশের পুরা সীমান্তকে নিরাপদ অঞ্চলে রুপান্তর করবে।
পার্লামেন্টে তার দলের প্রতিনিধিদের সামনে রাখা বক্তব্যে আরো বলেন, সিরিয়ার জারাবলুস, বাব ও রায়ি অঞ্চলে এক লক্ষ ষাট হাজার সিরীয় ফিরে গেছে।
তুরস্কে প্রায় পয়ত্রিশ লক্ষ শরণার্থী রয়েছে, যারা তাদের দেশে ফেরার অপেক্ষা করছে। তাই তুরস্কের সাথে থাকা সিরিয়ার পুরা সীমান্তকে-ইদলিব হতে তিল রফাত, মিনবাজ হতে আয়নুল আরব ও তিল আবয়াত হতে রাসুল আইন-কে নিরাপদ অঞ্চল আমাদের বানাতে হচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার দেশ সকল প্রকারের সন্ত্রাসের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করছে।এবং গত জানুয়ারি হতে শুরু হওয়া অপারেশন অলিভ ব্রাঞ্চ এ পর্যন্ত প্রায় চার হাজার সন্ত্রাসীকে খুজে বের করা হয়েছে।
আল জাজিরা আরবি থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ
আরআর