হাওলাদার জহিরুল ইসলাম: আগ্রাসী ইসরাইলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু কারো নাম উল্লেখ না করে বলেছেন, কোন দেশের হাত যদি ইসরাইলের দিকে অগ্রসর হয় তাহলে সে হাত নির্মমভাবে কেটে ফেলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আল আরাবিয়া ডটনেট জানিয়েছে, গণমাধ্যমে দেয়া এক বক্তেব্যে নেতিনিয়াহু বলেন, ইসরাইলের ক্ষতি করতে চায় এমন যে কাউকে ইসরাইল প্রতিহত করবে। গত সপ্তাহে ইসরাইলের হামলায় সিরিয়াতে ইরানের বেশ কিছু সেনা নিহত হওয়ার পর নেতানিয়াহুর এমন বক্তব্য সামনে এলে।
গেল বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, শত্রুপক্ষকে ধ্বংস করতে ইরান সর্বাধুনিক শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করবে। তখন তিনি কোন দেশের নাম উল্লেখ না করলেও তার উদ্দেশ্য ছিল ইসরাইল। ধারণা করা হচ্ছে খামেনির ওই কথার জবাবেই নেতা নিয়াহু এমন কথা বললেন।
সূত্র: আল আরাবিয়া