আওয়ার ইসলাম : শুধু ডলারের বিনিময়ে তার দেশের চার হাজার নাগরিককে বিদেশি শক্তির হাতে হাতে তুলে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ। মন্তব্য সাবেক বিচারপতি জাভেদ ইকবালের।
পাকিস্তানে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার বিষয়ে গঠিত কমিশনের প্রধান সাবেক বিচারপতি জাভেদ ইকবালসোমবার পাক সিনেটের স্থায়ী কমিটিতে এ তথ্য তুলে ধরেন ।
তিনি বলেন, এর মধ্যে বেশিরভাগ নাগরিককে তিনি আমেরিকার কাছে হস্তান্তর করেছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
সিনেটকে ব্রিফ করার সময় তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ শেরপাও এই গোপন হস্তান্তর প্রক্রিয়ার অংশ।
বিচারপতি ইকবাল পরিষ্কার করে বলেন, ডলারের বিনিময়ে জেনারেল মোশাররফ পাকিস্তানি নাগরিকদের আমেরিকার হাতে তুলে দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের আইনে এ ধরনের হস্তান্তরের কোনো বিধান নেই কিন্তু জাতীয় সংসদসহ কেউ আজ পর্যন্ত মোশাররফ ও শেরপাওয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি।
এসএস
আরো পড়ুন : রাজীবের পর হাত হারালেন হৃদয়, এভাবে আর কত