হাওলাদার জহিরুল ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সাধারণ চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির উর্ধ্বতন প্রশাসন।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের প্রতিবাদে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।কেননা, পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের জন্য পাক প্রশাসনের অনুমতি ছাড়া দূরে কোথাও যাওয়ার সুযোগ নেই।
ওই সচিব আরো বলেন, রাষ্ট্রদূতদের ক্ষেত্রে এমন ঘটনা একটি মামুলি বিষয়। পাকিস্তান আগে এমন সিদ্ধান্ত নেয়ার জবাবেই মার্কিন প্রশাস এমন ব্যবস্থা নিয়েছে।
সূত্র: এক্সপ্রেস নিউজ