ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম
বিজেপি তার সব মন্ত্রীকে জম্মু কাশ্মীরের মাহবুবা মুফতির সরকার থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে। বিজেপির কোর কমিটি গ্রুপের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিছু দিন আগে আট বছর বয়সী শিশু আফিফা ধর্ষণ হত্যার ঘটনায় দোষীদের পক্ষে মিছিল বের করায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতির চাপে বিজেপির দু’জন মন্ত্রী পদত্যাগে বাধ্য হন। সেই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রগুলো জানাচ্ছে, বিজেপির সব মন্ত্রী কাশ্মীর বিজেপির প্রধানকে পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। এখন বিজেপির পক্ষ থেকে পদত্যাগপত্রগুলো মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতির হাতে তুলে দেওয়া হবে।
কাঠুয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের পক্ষে র্যালি বের করা মাহবুবা মুফতি বিজেপির দুই মন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য বিজেপিকে চাপ দিয়েছিলেন। এরপর সেই দু’জন মন্ত্রী পদত্যাগ করেন। আর এখন বিজেপি সব মন্ত্রীদের পদত্যাগ করিয়ে উল্টো মেহবুবা মুফতির সরকারের উপর চাপ প্রয়োগ করতে চাচ্ছে।
কাঠুয়ার ঘটনায় সারা দেশে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। কারণ দোষীদের পক্ষে যারা কথা বলছেন তাদের মধ্যে বিজেপির নেতা এবং মন্ত্রীরা অন্তর্ভুক্ত থাকার বিষয়টি সামনে আসছে।
জম্মু কাশ্মীরের সরকারে বিজেপির মোট আট জন মন্ত্রী ছিলো। দু’জন পদত্যাগের পর এখন ছয় জন মন্ত্রী আছে।
রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ
ধর্ষণের পূর্বে মন্দিরে পূজা দেয় শিশু আসিফার ধর্ষকরা!