সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কাঠুয়া ঘটনায় মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনমোহন সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন সামাজিক ইস্যুতে নীরব থাকার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং’কে সেসময় প্রায়ই নিশানা করতেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি। সময় বদলেছে-সেই নরেন্দ্র মোদিই এখন দেশটির প্রধানমন্ত্রী।

সম্প্রতি দেশটির উত্তরপ্রদেশের উন্নাও এবং জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন মনমোহন সিং। তিনি বললেন, ‘মোদি যেন তাঁর নিজের দেওয়া উপদেশ মেনে চলেন এবং তিনি যেন আরও বেশি করে কথা বলেন’।

বুধবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক (দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)-কে দেওয়া সাক্ষাৎকারে মোদিকে নিশানা করে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘একটা সময় প্রধানমন্ত্রী (মোদি) আমাকে যে পরামর্শ দিয়েছিলেন, আমি মনে করি মোদির উচিত সেই পরামর্শ মেনে চলা এবং আরও বেশি করে এইসব সামাজিক ইস্যুতে তাঁর বক্তব্য রাখা।

মিডিয়ার বিভিন্ন রিপোর্টেই আমি জানতে পারি যে, আমার কম বলা নিয়ে মোদিজি আমার খুব সমালোচনা করতেন। আমি মনে করি যে, আমাকে তিনি যে উপদেশটা দিতেন, এবার তাঁর (মোদি) সেই উপদেশটা মেনে চলা উচিত’।

যদিও ধর্ষণের ঘটনায় অবশেষে মোদির নীরবতা ভাঙা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মনমোহন। দেশজুড়ে প্রতিবাদের পর গত শুক্রবারই নীরবতা ভাঙেন মোদি এবং জানান, ‘ভারতের মেয়েরা ন্যায় বিচার পাবে’।

কাঠুয়ায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা ঠিকমতো সামাল দিতে ব্যর্থ হওয়ায় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি’র সরকারকেও দায়ী করেন মনমোহন সিং। রাজ্য সরকারকে কটাক্ষ করে মনমোহনের অভিমত, ‘এই ঘটনায় পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি সক্রিয় হলে তাদের জোট সরকারের অংশীদার বিজেপি’র ওপর হয়তো প্রভাব পড়তো’।

তাঁর অভিমত, ‘জোট সরকারে হয়তো বিভিন্ন ক্ষেত্রে চাপ থাকে কিন্তু একটি আট বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুন করে প্রায় এক সপ্তাহ একটি মন্দিরের ভিতর ফেলে রাখার মতো ঘটনাকে উপেক্ষা করার বিষয়টি সত্যিই খুব দুঃখজনক ঘটনা’।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ