সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

হঠাৎ ছাদের ওপর মিসাইল এসে পড়ে, সৌদি প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের রিয়াদের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের বিদ্রোহীরা। একটি ফ্যাক্টরির ছাদে ইয়েমেন থেকে নিক্ষেপ করা সেই ব্যালিস্টিক মিসাইলের অংশবিশেষ আছড়ে পড়ে।

সে ফ্যাক্টরিতেই কর্মরত ছিলেন কয়েকজন বাংলাদেশি শ্রমিক।রিয়াদে সেই থাই অ্যালুমুনিয়ামের কম্পানিতে চাকরি করেন বাংলাদেশিরা।বুধবার বিকেলে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় অবশ্য বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে সে এলাকার জনমানুষের মনে আতংক ছড়িয়ে পড়ে। আতংকগ্রস্ত হয়ে পড়েছেন সেই এলাকার বাংলাদেশিরাও। সেখানে কর্মরত কুমিল্লার মাহফুজুর রহমান বলেন হটাৎ আমাদের কম্পানির ছাদের ওপর একটি মিসাইলের অংশবিশেষ পড়েছে। এতে কারো কোনো ক্ষতি হয়নি তবে আমরা আতংকিত হয়ে পড়ি।

একই কম্পানিতে চাকরিরত চাঁদপুরের মো. জাকির হোসেন বলেন মিসাইল আছড়ে পড়ার সাথে সাথে আমরা আতংকিত হয়ে পড়ি, কি করবো সেটা নিয়ে চিন্তা করতে থাকি।

কিন্তু পুলিশ আসার পর আমাদের জানায় আতংকিত হওয়ার কিছুই নেই। মিসাইলটিকে আকাশ থেকেই ধ্বংস করে দেয়া হয়েছে। সে ফ্যাক্টরিতে কর্মরত অন্য একজন বলেন, পুলিশের কথায় তাৎক্ষণিক চিন্তা মুক্ত হলেও ভবিষ্যতে যদি বড় ধরনের কিছু ঘটে সেই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না।

আরো পড়ুুন- সৌদী আরবের মিধনাব পার্ক অসাধারণ এক পর্যটন কেন্দ্র


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ