আওয়ার ইসলাম : 'অর্গানাইজেশন ফর দ্যা প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স' এর বর্তমান সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শেখ মোহাম্মদ বেলালের আহ্বানে অনুষ্ঠিত হলো সিরিয়ার দৌমায় কথিত রাসায়নিক হামলার বিষয়ে এক জরুরি বৈঠক।
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা -ওপিসিডব্লিউর বৈঠকে নির্ধারণ করা হবে, দৌমাতে রাসায়নিক হামলা হয়েছে কি না। বার্তাসংস্থা এএফপি কূটনৈতিক সূত্রগুলোর বরাতে একথা জানিয়েছে।
সোমবার বৈঠক শুরুর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার কূটনীতিকদের হেগে অবস্থিত ওপিসিডব্লিউ-এর প্রধান কার্যালয়ে উপস্থিত হতে দেখা গেছে।
সংস্থাটির ১৯২ সদস্যের মধ্যে এ বৈঠক হচ্ছে কার্যনির্বাহী পরিষদের ৪১ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে।
এসএস
আরো পড়ুন : মক্কা মসজিদের রায় ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যে বিচারকের পদত্যাগ