আওয়ার ইসলাম : প্রমাণের অভাবে ১১ বছর ধরে চলা ভারতের হায়দারাবাদ মক্কা মসিজিদ বোমা বিস্ফোরণ মামলায় ৫ হিন্দু সন্ত্রাসীকে খালাস দিয়ে পদত্যাগ করেছেন মামলার বিচারক।
বিচারক রবীন্দ্র রেড্ডি মামলার রায় ঘোষনার মাত্র ৫ ঘন্টার মাথায় তার পদত্যাগ পত্র জমা দেন।
ভারতের শীর্ষ সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) অভিযুক্তদের কারও অপরাধ প্রমাণ করতে পারেনি। প্রমাণের অভাবেই তাদের খালাস দেয়া হয়েছে, বিচারক রবীন্দ্র রেড্ডি এমনটিই বলেছেন তার রায় ঘোষনার সময়।
হিন্দু সন্ত্রাসী সংগঠন ‘অভিনব ভারত’ গত ২০০৭ সালের ১৮ মে জুমার নামাজের সময় মক্কা মসজিদে বোমা হামলা চালায়। হামলায় ৯ জন হিত ও ৫৮ জন আহত হয়েছিলেন।
মামলায় অভিযুক্ত সবাই এ সংগঠনের সদস্য। এছাড়া সংগঠনের অন্যতম সদস্য গেরুয়াধারী সন্ন্যাসী অসীমানন্দ মক্কা মসজিদ ছাড়াও আজমির শরিফ ও সমঝোতা এক্সপ্রেস মামলায়ও প্রধান আসামী।
একের পর এক প্রতিটি মামলায় সে হয়ত জামিন পেয়ে যাচ্ছে অথবা খালাস পাচ্ছে।
ভারতের কংগ্রেস নেতারাসহ বিভিন্ন মহলে এ রায়ের তীব্র প্রতিবাদ উঠেছে। তারা ভারতের বর্তমান সরকারকে এসবের কারণে দোষারোপ করছেন।
এসএস
আওয়ার ইসলাম : পুলিশ সুপার হারুনকে প্রত্যাহার ও ৭ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপির