আওয়ার ইসলাম: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েনের দাবিতে সিইসি কেএম নুরুল হুদার কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে এক বৈঠকে এ প্রস্তাব দেয় দলটি।
জানা যায়, বিএনপি দুই সিটি নির্বাচনের সাত দিন আগে থেকে প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি করেছে।
এছাড়াও বৈঠকে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানিয়েছে বিএনপি। কারণ নির্বাচনী অনিয়মের কারণে ২০১৬ সালে কমিশন তাকে প্রত্যাহার করেছিল। তিনি ২০১১ সালের ৬ জুলাই সেই সময়ের বিরোধীদলীয় চিপ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুককে পিটিয়েছিলেন বলে দাবিনামায় উল্লেখ করা হয়েছে।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত হয়।
ইসরাইলি সেনাদের হামলায় গুলিবিদ্ধ ১২২ ফিলিস্তিনি
আরআর