আবদুল্লাহ তামিম: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী কোয়েটায় মোটরসাইকেল থেকে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও পুলিশ এ কথা জানিয়েছে।
কোয়েটা পুলিশ বিভাগের ডিআইজি আব্দুর রাজ্জাক চিমা বলেন, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা ওদের লক্ষ্য করে হামলা চালায়। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ইসা নাগরি এলাকার একটি চার্চে প্রার্থনা শেষে এরা বাড়ি ফিরছিল।
উদ্ধারকারী দলের সদস্যরা লাশ ও আহতদের নগরীর বোলান মেডিকেল কমপ্লেক্সে পাঠায়।
হাসপাতালের কর্মকর্তারা জানান, আহতদের দুইজন নারী। এদের সকলের অবস্থাই স্থিতিশীল রয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, হামলার পরপরই হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
আরো পড়ুন : দুই বাসের প্রতিযোগিতায় হাত হারানো রাজীব আর নেই