আওয়ার ইসলাম: ৮ বছরের শিশু আসিফাকে ধর্ষণ ও নৃশংস কায়দায় হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা ভারত। সমীক্ষা বলছে, প্রতি ১৪ মিনিটে একজন করে নারী/শিশু ধর্ষণের শিকার হয় দেশজুড়ে। তারপরেও শুভ চিন্তার মানুষের পাল্লাই ভারী। এই নারকীয় ঘটনার প্রতিবাদ চলছে সর্বমহলে।
ক্রিকেটাঙ্গণও দোষীদের কঠোর শাস্তি দাবি করছেম এবার জাতীয় দলের দুই ক্রিকেটার শিখর ধাওয়ান এবং রবিচন্দ্রন অশ্বিন একাধিক টুইট করে প্রতিবাদ জানিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার শিখর ধাওয়ান প্রথম টুইটে লিখেছেন, ‘হে ভগবান, আসিফার আত্মাকে শান্তি দিন। যারা এই ঘৃণ্য কাজ করেছে, প্রকাশ্যে তাদেরকে তিলে তিলে মারা উচিত। যাতে ওরা বুঝতে পারে, যার উপর এই নারকীয় অত্যাচার হয়, সে কতটা যন্ত্রণা ভোগ করে।’
দ্বিতীয় টুইটে ইংরেজিতে তিনি লিখেছেন, ‘আরও একটি ধর্ষণের ঘটনা! এই দেশের রাষ্ট্রযন্ত্র সম্পর্কে আমি বুঝতে অক্ষম। ঈশ্বরের দোহাই, ওরা শিশু! ওদের বাঁচাতে প্রয়োজনে বিচার ব্যবস্থায় বড় পরিবর্তন আনুন। তাছাড়া মেয়েদের বাঁচানো যাবে না। এসব ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।’
তারকা অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘দেশের ভেতর এসব হচ্ছেটা কী? দুটি ফুটফুটে মেয়ের বাবা হিসেবে আমার গা গুলাচ্ছে; হৃদয় ছিঁড়ে যাচ্ছে! আমরা কি রেগে যাব নাকি শোক প্রকাশ করব? হ্যাঁ, আমরা লড়াই চালিয়ে যাব সুন্দর একটি ভবিষ্যতের জন্য।’
সূত্র: টিডিএন