আবদুল্লাহ তামিম: সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরির উপাদান সরবরাহ করছে উত্তর কোরিয়া৷ এমনটাই আশঙ্কা করছে জাতিসংঘ। উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা পালন করছে কি না সে বিষয়ে তদারকিতে থাকা কমিটি বিশেষ রিপোর্ট তৈরি করেছে৷ সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে সেই রিপোর্ট ফাঁস হয়েছে৷
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, জাতিসঙ্ঘের উত্তর কোরিয়া বেআইনিভাবে সিরিয়ায় অ্যাসিড প্রতিরোধক টাইলস, ক্ষয়প্রতিরোধক ভালভ ও থার্মোমিটার পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে এমন অভিযোগও উঠেছে৷
জাতিসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের সিরিয়ার অস্ত্র তৈরির কারখানাগুলিতে নিয়োগ করা হয়েছে৷ অ্যাসিড প্রতিরোধক টাইলস রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা নির্মাণে ব্যবহৃত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ২০১৬ সালের শেষ দিক থেকে ২০১৭ সালের প্রথমদিক পর্যন্ত একটি চীনা ট্রেডিং ফার্মের মাধ্যমে পাঁচটি চালান সিরিয়ায় পাঠানো হয়েছে।
সিরিয়ার সরকারি সংস্থা দ্য সায়েন্টিফিক স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টার (এসএসআরসি) কয়েকটি ফ্রন্ট কোম্পানির মাধ্যমে এসব চালানের মূল্য দিয়েছে বলে দাবি ওয়াল স্ট্রিট জার্নালের। ওয়াশিংটন পোস্টও রাষ্ট্রসঙ্ঘের ওই রিপোর্টের সত্যতা দাবি করেছে৷ সূত্র: ফক্স নিউজ
আরো পড়ুন- সিরিয়া যুদ্ধ নিয়ে ট্রাম্পের টুইট মিশন শেষ আমরা জিতেছি