আওয়ার ইসলাম: গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী আলহাজ মাওলানা ফজলুর রহমানের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। গতকাল দুপুরে রিটার্নিং কর্মকর্তা ১০ মেয়র প্রার্থীদের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
জানা যায়, যথাযথ কাগজ না থাকায় ইসলামী ঐক্যজোটের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমানের প্রার্থিতা স্থগিত করা হয়।
একই সঙ্গে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির রুহুল আমিন ও স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রবিবার দুপুরে গাজীপুরের রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. হাসান উদ্দিন সরকার, জাসদের মো. রাশেদুল হাসান রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফন্টের মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী এস এম সানাউল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ।
রবিবার সকাল থেকে বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের নেতৃত্বে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মনোননয়পত্র বাছাইয়ের কাজ শুরু হয়।
এ নির্বাচনে মেয়র প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর ২৯৪ জন ও ৮৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সোমবার বিকাল পর্যন্ত দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছায়ের কাজ চলবে।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে গাজীপুর সিটিতে ২০ দলীয় জোট থেকে বিএনপি প্রার্থী দিলেও জামায়াতে ইসলামী স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। নির্বাচনে বিশ দলীয় জোটের সমর্থন পাওয়ার প্রত্যাশাও করছে দলটি।
স্বতন্ত্র হিসেবে জামায়াত থেকে গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ সানাউল্লাহ প্রার্থী হয়েছেন।
জামায়াতের নিবন্ধন প্রক্রিয়া বাতিল হওয়ায় দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। তবে জনগণের প্রতিনিধিত্ব করতেই তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান।
দুই সিটিতে নির্বাচন করবেন ৫ আলেম
আরআর