আওয়ার ইসলাম: সিরিয়ায় যুক্তরাষ্ট্রসহ ফ্রান্স ও ব্রিটেনের যৌথ হামলা নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরী বৈঠকে বসেছে।রাশিয়ার আবেদনের প্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে সিরিয়ার পূর্ব ঘৌতার দুমা শহরে রাসায়নিক হামলার চালানোর অভিযোগ এনে রাসায়নিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্রসহ ফ্রান্স ও ব্রিটেন। এসব স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
হামলা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলা ও উদ্দেশ্য সফল হয়েছে। টুইটারে ট্রাম্প বলেন, সিরিয়ায় আমাদের মিশন পূর্ণ হয়েছে। পেন্টাগনের দাবি, সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরির সব স্থাপনা ধ্বংস করা হয়েছে।
কেএল