সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

অর্থনীতিতে অবদান রাখছেন ৫ কোটি মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের যোগদানের হারও গত কয়েক দশকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতি এক তথ্যে উঠে এসেছে, বিশ্বের ৩০টি মূল মুসলিম প্রধান দেশের ৫ কোটি নারীই এখন কোনো না কোনোভাবে তাদের অর্থনীতিতে অবদান রাখছেন।

অর্থনীতিবিদ যাহিদির মতে, যদিও মুসলিম নারীদের তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, তবুও তারা তাদের কর্মক্ষমতার প্রমাণ দিয়েছেন।

চলতি বছরে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি অবাক হয়েছি এটা শুনে যে অনেকেই নারীদের এগিয়ে যাওয়া নিয়ে তেমন একটা বোঝেনি। তারা ভেবেছিলেন একাই ব্যতিক্রম।‘

পাকিস্তানে বড় হওয়া যাহিদি সবসময়েই নারীদের ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে নারীদের যোগদান নিয়ে বেশ খেটেছেন। এ সময়ে সবাই শিক্ষকতা এবং ওষুধশাস্ত্র নিয়ে কাজ করত, যা কিনা সামাজিকভাবে গ্রহণযোগ্য বলে দাবি করা হত।

তিনি বলেছেন, একটি দেশের জন্য যুবসমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিশর এবং পাকিস্তানের এক তৃতীয়াংশই যুবক-যুবতী, যাদের প্রায় সবারই বয়স ১৫ থেকে ২৯ এর মধ্যে।

এরকম একটি যুব-সমাজের মধ্যে নারীদের কর্মক্ষেত্রে যোগদান একটি দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

সমাজে যেখানে অর্ধেকই নারী, সেখানে এই নারীদের কাজে যোগদানের কারণে এই দেশের কর্মী সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে, যা দেশটির অর্থনীতির জন্য বেশ সুবিধাজনক।

তবে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ বেতন ব্যবস্থা যেখানে পুরুষ এবং নারীদের সমপরিমাণ বেতন প্রদান করা হবে। এতে করেই তারা প্রতিনিয়ত কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য মুখিয়ে থাকবে।

দ্য ন্যাশনাল থেকে সাখাওয়াত উল্লাহ’র অনুবাদ

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ