ওমর ফাইয়ায: আধুনিক যুগের দু’টি দলকে হাদিসে জাহান্নামি ঘোষণা করা হয়েছে।
আবু হোরায়রা রা. থেকে বর্ণিত রসূল সা. বলেন-
صِنْفَانِ مِنْ اَهْلِ النَّارِ لَمْ اَرَهُمَا : قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَاَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُوْنَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيْلاَتٌ مَائِلاَتٌ رُؤُوْسُهُنَّ كَاَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَيَدْخُلْنَ الْجَنَّةَ، وَلاَ يَجِدْنَ رِيْحَهَا، وَاِنَّ رِيْحَهَا لَتُوْجَدُ مِنْ مَسِيْرَةِ كَذَا وَكَذَا.
জাহান্নামিদের দুটি শ্রেণিকে আমি দেখেছি। এক দল হলো, যাদের কাছে গরুর লেজের মত চাবুক থাকবে। তা দিয়ে তারা মানুষকে প্রহার করবে।
দ্বিতীয় দল ওই নারীরা যারা পোশাক পরিধান করেও নগ্ন থাকবে। তারা পুরুষকে আকৃষ্ট করবে। তারাও পুরুষের দিকে আকৃষ্ট হবে।
তাদের মাথা বুখতি উটের ঝুলে পড়া কুজের মত হবে। তারা জান্নাতে যাবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যাবে।
সূত্র: সহিহ মুসলিম শরিফ/ এফএফ
আরও পড়ুন: এক হিন্দু ডাক্তারের আশ্রয়ে প্রাণরক্ষা ৭০ মাদরাসা শিক্ষার্থীর (ভিডিও)