রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

সিরিয়ায় নারী শিশুদের ওপর বিষাক্ত গ্যাস হামলায় সৌদি উলামা কমিটির তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সিরিয়ার পূর্ব গৌতার দৌমা শহরে বাশার আল আসাদ সরকারের বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের উলামা কমিটি। তারা এ হামলাকে মানবতা বিধ্বংসী হামলা বলেও আখ্যায়িত করেন।

সৌদি গণামাধ্যমের বরাত দিয়ে ডেইলি পাকিস্তান জানিয়েছে, দৌমা শহরে বাশার বাহিনীর ওই ভয়াবহ রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ১০০ জন নিহত ও ৫ শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নিহত আহতদের অধিকাংশই নারী শিশু।

দৌমা পূর্ব গৌতার সবচে বড় শহর। বাশার সরকারের হামলায় এখানকার মুসলমানরা চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে কাতরাচ্ছে। হাসপাতালগুলো রোগির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

নিরীহ নাগরিক বিশেষত নিষ্পাপ শিশুদের ওপর গ্যাস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এধরনের হামলা মানবতার চরম লংঘন। রাসায়নিক গ্যাস হামলা বিশ্বযুদ্ধ আইনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবুও বাশার সরকার ওই গ্যাস ব্যবহার করেছে সিরিয়ার নিরীহ জনগণের ওপর।

সৌদি উলামা কমিটির পক্ষ থেকে জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, পৃথীবিতে এ ধরনের বিষাক্ত গ্যাস ব্যবহার সব জায়গায় কঠোরভাবে দমন করতে উদ্যোগ নিতে হবে। বাশার সরকাকে বিশ্ব আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। মানবাধিকার সংস্থাগুলোকে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভুমিকা পালন করা জরুরী।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ