শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

১৮ বছর ধরে বনাজি শরবত বিক্রি করেন শাহাদাৎ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম

গুমোট গরমের এই সময়ে এক গ্লাস শরবত যেন দূর করে দেয় সব অবসাদ। তাইতো রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় অসংখ্য শরবতের দোকান।

লেবু, টেস্টি স্যালাইন দিয়ে শরবত, আপেল, কলা, রুহ আফজা, তালমাখানা, তোকমার দানা ইত্যাদি দিয়ে তৈরি শরবত মিলবে অহরহ। কিছুটা কম পাওয়া যায় বনাজি শরবত। বিশেষ বিশেষ স্থানে পাওয়া যায় এমন দোকান।

মুগদা বিশ্ব রোড বাসস্ট্যান্ডে নামলেই দেখা মেলে এমন একটি বনাজি শরবতের দোকানের। শরবত পান করতে করতে কথা হয় বিক্রেতা মুহাম্মদ শাহাদাৎ হোসেনের সঙ্গে।

দুপুর ১২ টা থেকে শরবত বিক্রি করেন রাত ৯টা পর্যন্ত। কাস্টমার থাকলে ১০টাও বাজে কোনো কোনো দিন।

কী কী আইটেম বিক্রি হয় তার দোকানে জানালেন এক এক করে।

১০ ও ২০ টাকায় বিক্রি হয় প্রতি গ্লাস। ১০ টাকার গ্লাসে আখের গুড়, ইসবগুলের ভুসি, তালমাখানার সাথে সামান্য পরিমাণে ঘৃতকুমারি থাকে।

তবে ২০ টাকার প্রতি গ্লাসে বহেরা, হর্তকি, আমলকি, শিমুল শিকড়ের ফাকি, আর্জুন ছাল, তালমাখানা, তোকমার দানা, কালোজিরা ও ঘৃত কুমারির পূর্ণ একটি পাতাই ঢেলে দেয়া হয় এতে। স্বাদও হয় দ্বিগুণ।

প্রতিদিন কেমন বেচাকেনা হয় জানতে চাইলে তিনি বলেন, দুপুরে আর সন্ধ্যায় গ্রাহকদের চাপ বেশি থাকে। দুপুরে গাড়ি চালক বা রিকাশা চালকরাই মেইন কাস্টমার। সন্ধ্যায় অফিস ফেরা মানুষরা বাসায় যাওয়ার পথে শরবতটা পান করে যান অনেকেই। নিয়মিত কিছু গ্রাহক আছে বলেও জানান তিনি।

প্রায় ২৫ বছর ধরে এখানে শরবত বিক্রি করছেন শাহাদাৎ হোসেন। বললেন, শুরুতে আমার বড় ভাই দোকান দিয়েছিলেন। আমি এসেছি ১৮ বছর ধরে। এখনো আমার বড় ভাই আর আমি মিলেই এ দোকান চালাই।

শাহাদাৎ হোসাইনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। সামান্য লেখাপড়া করেই বড় ভাইয়ের সঙ্গে পাড়ি জামান ঢাকায়। এখন ঢাকাতেই পরিবার নিয়ে বসবাস করছেন।

[caption id="attachment_85771" align="aligncenter" width="500"] শরবত-ourislam[/caption]

তিনি বলেন, অল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা এটি। শরবতের চাহিদা প্রচুর। গরম বা শীত সব সময়ই বনাজি শরবতের চাহিদা প্রায় সমান। অনেক বিত্তশালীরাও এ শরবত পান করে থাকেন।

বানাজি শরবতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সব আইটেমই গাছগাছড়া থেকে তৈরি। এ শরবত পানে কোষ্টাকঠিণ্য, অম্বল, পেট ফাপা, আহারে অরুচি, জন্ডিস, গ্যাসটিকসহ নানা ধরনের উপকার হয় বলে জানান কথায় কথায়।

তার মতে রাজধানীর ব্যস্ত আর অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিটি ব্যক্তির নিয়মিত বনাজি শরবত পান করা উচিত।

আরও পড়ুন: নির্বাচনের ট্রামকার্ড ইসলামি দল: টানছে উভয় জোটই

-রোরা

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ