আওয়ার ইসলাম: আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খ্যতিমাল আলেম ও সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
আজ রাতে মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলাম আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় জমিয়তে উলামায়ে ইসলামের অফিসের সামনে রাস্তা পাড়াপাড়ের সময় সড়ক দুর্ঘটনার শিকার হন মুফতি শহীদুল ইসলাম।
এ সময় গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে গেলে বুকের দুই পাজরে হাড় ভেঙে যায় এবং ফুসফুসে রক্ত জমে যায়।
তাৎক্ষণিক তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রয়েছেন।
মুফতি তালহা সারাদেশের আলেম উলামা ও সাধারণ মানুষেরদের কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
মুফতি শহীদুল ইসলাম ইসলামী ঐক্যজোটের ব্যানারে নড়াইল থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। পড়ে সেখান থেকে ‘গণসেবা’ নামে নতুন দল করেন।
দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।
নির্বাচনের ট্রামকার্ড ইসলামি দল: টানছে উভয় জোটই
আরআর