রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

লক্ষীপুরে ইশা ছাত্র আন্দোলনের ৯ নেতাকে নি:শর্ত মুক্তি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
নিজস্ব প্রতিবেদক

চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারাদেশের শিক্ষার্থীদের সঙ্গে লক্ষীপুরে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এ সময় তাদের পুলিশি বাধা ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে।

জানা গেছে, কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা মহানগরীর নেতাকর্মীরা।

এ সময় তাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দেয় এবং ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা শাখার সভপতিও রয়েছেন।

জানা গেছে, মানববন্ধন থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হুসাইন, সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক ইয়াসিন আরাফাত, শহর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সদর উপজেলা কর্মী আলামিনকে গ্রেফতার করা হয়।

এদিকে গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তিদাবিতে ইশা ছাত্র আন্দোলন লক্ষীপুর শাখার নেতাকর্মীরা আজ বিকেলে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় ইশা ছাত্র আন্দোলন কঠোর অবস্থানে যাবে বলেও ঘোষণা দেন তারা।

লক্ষ্মীপুর জেলা শাখার নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ হোসেনের নেতৃত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ