রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

খুলনা ও গাজীপুরে বিএনপিতে নতুন মুখ আসতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আগ্রহী প্রার্থীদের রোববার সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। কিন্তু প্রার্থী চূড়ান্ত্ম করেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে আজ-কালের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে দুই সিটিতেই নতুন মুখ আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।

গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরুতেই খুলনার সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। এই পদের মনোনয়নের জন্য তিনজন নেতা সাক্ষাৎকার দেন। এরপর নেয়া হয় গাজীপুরের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। সেখানে ছয় নেতা সাক্ষাৎকার দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মনোয়নবোর্ডে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরম্নল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

জানা গেছে, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নতুন মুখ আসতে পারে। গাজীপুরে বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নান অসুস্থ। সে ক্ষেত্রে দলের নেতা হাসান উদ্দিন সরকারের মনোনয়ন দেয়া হতে পারে। এ জন্য মেয়র মান্নানকে 'ম্যানেজ' করার চেষ্টা চলছে।

অন্যদিকে খুলনায় বর্তমান মেয়র মনিরুজ্জামান মনির বদলে দলের হাইকমান্ড প্রার্থী করতে চান খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে। তবে কোনো কারণে  মঞ্জু নির্বাচন না করলে সে ক্ষেত্রে খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রার্থী হতে পারেন। তবে এখনো হাল ছাড়েননি মেয়র মনিরম্নজ্জামান মনি।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ