সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কালেমায়ে তায়্যিবার হক কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যখন কোনো পাপ গোপনে করা হয়, তখন শুধু পাপী ব্যক্তিই ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু প্রকাশ্যে পাপ করা হলে অন্যরা যদি শক্তি থাকার পরও পাপীকে বাধা না দেয়, তাহলে এর ক্ষতিকর প্রভাব ব্যাপক হয়ে যায়।

জারির ইবনে আবদুল্লাহ রা. বর্ণনা করেন, আমি রাসুল সা.-কে বলতে শুনেছি, যখন কোনো জাতির মধ্যে কোনো ব্যক্তি পাপ করে এবং অন্যরা শক্তি থাকার পরও তাকে বাধা না দেয়, তাহলে আল্লাহ তাদের ওপর বিপদ-আপদ চাপিয়ে দেন।

হজরত হোজাইফা রা. বর্ণনা করেন, নবী সা. বলেছেন, যার কুদরতি হাতে আমার প্রাণ, সেই সত্ত্বার শপথ করে বলছি, তোমরা ভালো কাজের নির্দেশ দিতে থাকো এবং খারাপ কাজ থেকে বাধা দিতে থাকো। অন্যথায় খুব শিগগির আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি প্রেরণ করবেন। তখন তোমরা আল্লাহকে ডাকবে, কিন্তু তোমাদের ডাক শোনা হবে না।

হজরত আনাস রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় মুসলমানদের উপকার করতে থাকবে এবং তাদের ওপর থেকে বিপদ আপদ সরিয়ে নিতে থাকবে; যত দিন তার হক সম্পর্কে অবহেলা না করা হবে।

সহাবীরা বললেন, হে আল্লাহর রাসুল! কালেমায়ে তাইয়েবার হক সম্পর্কে অবহেলা মানে কী? রাসুল সা. উত্তর দিলেন, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করা হবে; তারা তা অপছন্দও করবে না, বাধা দেওয়ার চেষ্টাও করবে না।

এফএফ

[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ