আওয়ার ইসলাম: রাজধানীর গুলশান থেকে হোমায়রা ওরফে নাবিলা নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
তিনি নব্য জেএমবির নারী শাখার প্রধান ছিলেন বলে মিডিয়াকে জানিয়েছে পুলিশ।
হোমায়রাকে বৃহস্পতিবার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মুহাম্মদ মহিবুল ইসলাম খান মিডিয়াকে বলেন, হোমায়রা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান ছিলেন। তিনি ধনাঢ্য ব্যক্তির সন্তান এবং জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করতেন।
হোমায়রা ওরফে নাবিলা তানভীরের স্ত্রী। পুলিশ বলছে, হোমায়রাই তানভীরকে প্রচলিত জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেন।
হোমায়রা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন। হোমায়রার বাবার রাজধানীর হাতিরপুলে একটি বিলাসবহুল শপিং মল রয়েছে।
এদিকে একই দিন জঙ্গি তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আরআর