রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


হামাস-কাতার ফোনালাপ; ফিলিস্তিনিদের আন্দোলনে সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের চলমান পরিস্থিতিতে তাদের সংগ্রাম ও অধিকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

বুধবার ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া সাথে টেলিফোনে আলাপ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

এ সময় ফিলিস্তিনিদের সংগ্রাম ও অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।

ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরায়েলের নিপীড়নমূলক নীতির পরও ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডে ফেরার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

কাতারের আমির বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি ফিলিস্তিনি জনগণ বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের প্রতি তার সহানুভূতির কথা তুলে ধরেন।

এর আগে, গত শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের হত্যাকাণ্ডের নিন্দা জানান।

শুক্রবার ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গুলি চালালে কমপক্ষে ১৮জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ