আবরার আবদুল্লাহ : সিঙ্গাপুরের খ্রিস্ট ধর্মযাজক ইয়াং তাক উন মুসলিম সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।
গত মাসে আমেরিকান ধর্মপ্রচারক লুউ এঙ্গেল তার বক্তৃতায় মুসলিম বিরোধী মন্তব্য করেন।
সিঙ্গাপুর খ্রিস্টান কমিউনিটির আমন্ত্রণে আসা একজন আমেরিকান ধর্মপ্রাচরক ইসলাম বিরোধী মন্তব্য করায় তিনি মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছেন।
৪ এপ্রিল আমন্ত্রিত অতিথির দায় স্বীকার করে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
গত মাসে ইয়াং তাক উন প্রতিষ্ঠিত কর্নাসটোন কমিউনিটি চার্চ আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন লুউ এঙ্গেল। তাতে তিনি খ্রিস্টান ও মুসলিমদের মাঝে বিভক্তির কথা বলেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ অভিযোগ তদন্ত করছে।
খ্রিস্টান যাজক মুসলিম নেতা ড. মুফতি ফাকরিস বাকারামের সঙ্গে দেখা করেন এবং লুউ এঙ্গেলকে ভবিষ্যতে আমন্ত্রণ না করার অঙ্গীকার করেন।
তিনি বলেন, আমরা ক্ষমা চাচ্ছি এবং উভয় সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির আহ্বান বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমরা জানি যে তার বক্তব্যে কিছু মানুষ কষ্ট পেয়েছেন। তবে আমাদের যে অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়েছিলো তার পরই তিনি এক সাক্ষাতে এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমাদের উচিৎ ছিলো তার অতীত আরও পর্যালোচনা করে দেখা। আমরা অবশ্যই ভবিষ্যতে কাউকে আমন্ত্রণ জানানোর পূর্বে তা যাচাই করে দেখবো।
মুফতি ফাকরিস বলেন, আমরা অবশ্যই ক্ষমা করে দিয়েছি। মুসলিম সম্প্রদায় অতীত ভুলে সব সম্প্রদায়ের মাঝে ভবিষ্যতের সুন্দর সম্পর্কে প্রত্যাশা করে।
এদিকে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রী ইয়াকুব ইবরাহিম মিস্টার ইয়াংয়ের ক্ষমা প্রার্থনা ও মুসলিম নেতাদের তা গ্রহণ করায় স্বস্তি প্রকাশ করেছেন।
সূত্র : মিডলইস্ট আই