রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

তাল ও বল ভেবে বোমা কুড়িয়ে ক্ষতবিক্ষত শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাল ভেবে বোমা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসার পর বিস্ফোরণে মেহেরপুরের গাঙনী উপজেলায় সুমন আলী (১১) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সে সাহারবাটি গ্রামের মাঠপাড়ার  জরিনা খাতুনের ছেলে।বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুমন বাড়ির পাশে জনৈক ইব্রাহিম হোসেনের বাগানে তাল কুড়াতে যায়। সেখান থেকে একটি তাল ও টেনিস বল ভেবে দুটি বোমা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে।

পরে খেলতে গিয়ে একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সুমনের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সুমনকে চিকিৎসকরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এহসানুল কবির বলেন, আহত শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় বোমার স্পিন্টার লেগেছে।

এছাড়াও হাতের কব্জিতে গুরুতর ক্ষত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ