আওয়ার ইসলাম: সিরিয়ার বিদ্যমান সংকট নিরসনে তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট আজ ত্রিপক্ষীয় সম্মেলনে বসতে যাচ্ছে।
সিরিয়া ইস্যুতে ছয় মাসের মধ্যে এটা তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলন। তুরস্কের আঙ্কারায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোগান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহিনী এতে অংশ নেবেন। সংকটময় সিরিয়ার বিষয়ে আলোচনার জন্য বৈঠকটি আয়োজন করা হয়েছে।
সিরিয়ার বিষয়ে প্রথম ত্রিপক্ষীয় সম্মেলনটি হয়েছিলো গত বছর নভেম্বর মাসে কৃষ্ণ সাগর উপকূলীয় শহর সচিতে।
তিন নেতা মূলত কাজাক রাজধানী আস্তানায় শান্তি আলোচনার অংশ হিসাবে এই সম্মেলন করছেন। আস্তানার পাশাপাশি জেনেভাতেও জাতিসংঘের সমর্থনে সিরিয়া বিষয়ে আরেকটি শান্তি সংলাপ হয়। এই দেশ তিনটি ওই সংলাপের বিরোধীতা করেছে।
তিন দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ থাকলেও তিন দেশ সিরিয়াকে পশ্চিমাদের প্রভাবমুক্ত রাখতে একত্রে কাজ করতে চায়।
ত্রিপক্ষীয় সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিরিয়া থেকে তিনি শীগ্রই সেনাদের প্রত্যাহার করতে চান।
সূত্র: এএফপি
আরো পড়ুন- আফগানিস্তানে মাদরাসায় বিমান হামলায় বহু বেসামরিক নিহত