হাওলাদা জহিরুল ইসলাম: মিশরের ধর্মমন্ত্রণালয় ও ওয়াকফ মন্ত্রণালয় মাত্র ৩ মাসে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী এক বিস্ময়কর অন্ধ হাফেজ বালকের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ অন্ধ বালক শুধু কুরআন হিফজ করেছে তাই নয় সে কুরআনের ইংরেজি ও ফ্রান্স ভাষার অনুবাদও সু্ন্দরভাবে আয়ত্ব করেছে।
আরব টিভি জানিয়েছে, অনুষ্ঠানে ওয়াকফ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মুহাম্মদ মুখতার স্বয়ং উপস্থিত হয়ে বিস্ময় বালক হাফেজ আবদুল্লাহ আম্মার মুহাম্মদ আস সাইদকে অভিনন্দন জানান। এ সময় আবদুল্লাহর মা বাবা ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি মিশরে অনুষ্ঠিত ২৫ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবদুল্লাহর পরিচয় জানে বিশ্ব। যেখানে বাইরের অনেক রাষ্ট্রও অংশ গ্রহণ করে।
মন্ত্রী জানান, আবদুল্লাহকে তার বাবা কুরআন হিফজ করতে সহযোগিতা করেছেন। তিনি আবদুল্লাহর জন্য ইংরেজি ও ফ্রান্সি ভাষার দু জন শিক্ষকও নিয়োগ দিয়েছেন। প্রখর মেধার অধিকারী হওয়ায় খুব অল্প দিনেই সে এই দুই ভাষায় পুরো কুরআনের অনুবাদ শিখে নেয়।
সূত্র: ডেইলি পাকিস্তান
‘মার্চ টু রিটার্ন’ আন্দোলন; ফিলিস্তিনিরা কি আদৌ নিজেদের ভূমি ফিরে পাবে?