হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি বাদশাহ শাহ সালমান বলেছেন, পারস্পরিক চেষ্টার ভিত্তিতে মধ্যপ্রাচ্য শান্তির বিষয়কে সৃর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচানা শুরু করা হবে। ফিলিস্তিন বিষয়ে সিৗদি আরবের অবস্থান খুবই স্পষ্ট।
শাহ সালমান বলেন, সৌদি আরব বরাবরের মতোই ফিলিস্তিনিদের ন্যায্য দাবির সমর্থন করে আসছে। সৌদি মনে করে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড হওয়া জরুরি। যার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস।
সৌদি গণমাধ্যম এসপিএ জানিয়েছে, গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে শাহ সালমান ফিলিস্তিন বিষয়ে তার এ অবস্থান ব্যক্ত করেন। এছাড়াও তাদের মাঝে দুই দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে আলোচনা হয়।
সূত্র: আল আরাবিয়া